ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ডে আ.লীগের মতবিনিময় সভা 'অশান্ত রামপুরে প্রশান্তি দিয়েছে নিজাম হাজারী' -মেয়র স্বপন মিয়াজী
- Updated Dec 27 2023
- / 601 Read
স্টাফ রিপোর্টার:
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, বিএনপির আমলে রামপুর ছিল রক্তাক্ত। বোমার আওয়াজে মানুষ ঘুমাতে পারেনি, লাশের গন্ধে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। রামপুরবাসীকে বিএনপি সন্ত্রাস ছাড়া কিছুই দেয়নি, দিয়েছে লাশ। তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলো অস্ত্র। অস্ত্রের ঝনঝনানিতে মানুষ সার্বক্ষণিক আতঙ্কে থাকতো। আর নিজাম হাজারী ক্ষমতায় এসে সাড়ে ১৪ বছরে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন কলম ও বই খাতা। আর ফেনীকে শান্তির জনপদে পরিণত করেছেন। অশান্ত ও রক্তাক্ত রামপুরে শান্তি স্থাপন করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ডে রামপুরে মঙ্গলবার বিকেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী মতবিনিময় সভায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ পিপি, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম।
তিনি আরো বলেন, নিজাম উদ্দিন হাজারী সাড়ে ১৪ বছর ফেনীর মানুষের জন্য করেছেন। ফেনী একমাত্র নিজাম উদ্দিন হাজারীর কাছে নিরাপদ। আসুন দলমতের উর্ধ্বে ওঠে নিজাম উদ্দিন হাজারীকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আফছার কবির শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ১৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহেল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ।
এসময় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মানিক, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আশরাফ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত